About Us

আমরা যখন ছোট ছিলাম, কটকটি খেতাম। ১ কেজি বই এর বিনিময়ে ভড়া পেট কটকটি পেতাম। সেই থেকেই আমরা পুরাতন বই বিক্রি করতাম। কিন্তু

এসব বই কি হতো? কেউ এসব বইয়ের কাগজ দিয়ে ঠোঙ্গা বানাত, ঝালমুড়ি খেত। মুদি দোকানের মশলা কাগজে মোড়াতো। আমরা যখন একটু বড় হলাম,

বইয়ের মূল্য বুঝতে শিখলাম তখনতো আর যাই করি বইয়ের বিনিময়ে কটকটি? প্রশ্নই আসে না।

তাহলে কি করি? এদিকে বই পড়ার নেশাও ছাড়তে পারি না। নতুন বই কিনতে গেলেই অনেক টাকা গুনতে হয়। এছাড়া নতুন ক্লাসে ওঠার আগেই স্যার

বলতেন "ছুটিতে যদি পুরাতন বইগুলো যোগাড় করতে পার তাহলে ভালই হতো। 

ইউনিভার্সিটি উঠেও একই অবস্থা। এক একটা বইয়ের দাম ১ মাসের হাত খরচ। নীলক্ষেত!! সে তো আর বাংলাদেশের অলিতে গলিতে নাই।

মুররুব্বিরা বলেন সমস্যা যেখানে, সমাধান তার পিছে পিছে। আর তাই উদ্যোগ নিলাম www.boibodlai.com এর।

                                                                                

                                                      "অমূল্য বই সহজ মূল্যে"